Monday 1 February 2016

Add caption

  Hoque Green Picnic spot

গাজীপুর ভবানি পুর বাজার থেকে মাত্র ৩ কিলো মিটার ভিতর রয়েছে " হক গ্রিন পিকনিক স্পট " নামে এক চমৎকার বিশালাকৃতির বেসরকারি পিকনিক স্পট । রয়েছে ৫০ বিঘা জমির ওপর নির্মিত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ঔষধি গাছের সমন্বয়ে গড়ে উঠেছে এক অসাধারন রুপের লীলাভূমি । এর প্রধান আকর্ষণ বিস্তীর্ণ এলাকাজুড়ে সবুজের সমারোহ। এর প্রধান আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে  ডেইরি ফার্ম, মৎস্য হ্যাচারি, কম্পোস্ট সার প্লান্ট, বায়োগ্যাস প্লান্ট ও নানা রকম সবজি  যা এর ভেতরেই চাষাবাদকৃত, যা সম্পূর্ণ সার কীটনাশকমুক্তরয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিশালাকৃতির একটি লেক। রয়েছে  ৪ টি ছোট-বড় পুকুর। 



একবারে কাছ থেকে বিল-ঝিলের আনন্দ উপভোগ করা জন্য রয়েছে
 বড় আকর্ষণ ফিশিংয়ের ব্যবস্থা আগত দর্শনার্থীরা ভিতরের লেকে ইচ্ছামতো মাছ শিকার করতে পারবেন অবশ্য জন্য একটু আলাদা ফি লাগে

শিশুদের খেলাধুলা
করার বিভি্ন আয়োজন '''ক্রিকেট, ব্যাডমিনটন ,োলনা ''''





 পিকনিক বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য                 স্পট ভাড়া ২৫০০0/                       খাওয়া ও অন্যান্য খরচ আলোচনা সাপেক্ষ । বাবুর্চি ও ডেকোরেটর  ব্যাবস্থা আছে । 
যোগাযোগ করার ঠিকানা 

৭৫/৭৬ ল্যাবরেটরি রোড।
নিউ এলেফেন্ট রোড
ঢাকা

 ফোনঃ ৯৬৭০৬৮৫ 
মোবাইলঃ১৯১৩৩৯০২৬






No comments:

Post a Comment